
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার ধুনটে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধুনট পৌর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা ও সহযোগীতার জন্য প্রস্তুতি গ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।

বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা শামছুদ্দিন মল্লিক দুলাল, সোলায়মান আলী, শাহ আলম, বেলাল হোসেন, হেলাল হোসেন, আব্দুল মোত্তালিব, আব্দুল হাকিম, যুবদল নেতা সোহেল, লিটন, শ্রমিক দল নেতা মিরাজ ও স্বেচ্ছাসেবক দল নেতা মিশু।


