ধুনটে দুর্গা পূজায় জমজমাট মেলা!


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    কারিমুল হাসান লিখন.

    বগুড়ার ধুনট উপজেলা সদরের কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দিরের পাশে মেলা জমে উঠেছে। দুর্গা পূজা উপলক্ষ্যে গ্রামীণ ঐতিহ্যের আদলে বসেছে এ মেলা। প্রতিদিন মেলায় হাজারো দর্শনার্থীরা ভিড় করছেন।

    স্থানীয় ভাবে জানা যায়, প্রতিবছরই দূর্গা পূজা উপলক্ষ্যে এ মেলা বসে। ধুনট সদরের কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির থেকে শহীদ মিনার সড়ক এবং উপজেলা পরিষদ সড়কের পাশ দিয়ে হরেক রকমের পণ্য নিয়ে বসেছেন দোকানীরা। ডাইম কমপ্লেক্সের পাশে মেলার মুল অংশ। যেখানে কয়েকটি স্টলে কসমেটিক ও খেলনা সামগ্রী বিক্রি হচ্ছে। মেলায় রয়েছে চড়কি, নাগর দোলাসহ শিশুতোষ খেলার আয়োজন। মৌসুমী ফল এবং মুখরোচক বিভিন্ন খাবারের দোকান। পূজা মন্ডপের সাউন্ডবক্স আর শিশুদের হরেক রকমের বাঁশির শব্দে মুখর মেলা প্রাঙ্গন। প্রতিদিন হাজারো মানুষ আসছেন মেলায়। দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত এ মেলা উৎসবের আমেজ বাড়িয়েছে। মেলায় শিশুদের মুল আকর্ষন নাগরদোলা। স্টলগুলোতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুতোষ খেলনা ও কসমেটিকস। তবে মেলায় বয়সের ব্যবধানে কেনাকাটার পছন্দে পরিবর্তন দেখা গেছে। মেলায় বিক্রি নিয়ে ব্যবসায়িরা খুশি। মেলায় আগত দর্শনার্থীরা খুশি হলেও, আগামীতে আরেকটু গুছিয়ে মেলা আয়োজনের দাবী জানিয়েছেন।

    ধুনট সদর কেন্দ্রীয় দুর্গা পূজা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার ধুনট বার্তাকে জানান, প্রতি বছরই দুর্গা পূজার সময় মেলা বসে। মেলায় সব শ্রেণি পেশার মানুষ আসেন, আনন্দ করেন। এজন্য মেলাটি আগের চেয়ে বড় করা হয়েছে। এখানে জায়গা সংকুলন হওয়ায় কিছুটা প্রতিবন্ধকতা থাকে। আগামীতে আরো সুন্দর ভাবে মেলার আয়োজন করা হবে।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ধুনট বার্তাকে বলেন, ধুনট সদর কেন্দ্রীয় মন্দিরের পাশে দুর্গা পূজা উপলক্ষ্যে মেলা বসেছে। পূজা মন্ডপ ও মেলার নিরাপত্তায় আনছার ও পুলিশ দায়িত্ব পালন করছে। এ ছাড়া পূজা মন্ডপ ও মেলা এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।


      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ