ধুনটে দোকান ঘর ভাংচুরের অভিযোগ

আবু সুফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা বাজারের চারমাথা এলাকায় দোকান ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনাহাটা চারমাথা এলাকায় ১১ শতক জমির মালিকানা নিয়ে শিয়ালী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এমানুর রহমানের সাথে নান্দিয়ারপাড়া গ্রামে সিদ্দিকুর রহমানের ছেলে মুকুল হোসেনের বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন যাবত এমানুর রহমান জমিটি ভোগ দখল করে আসছিল। এছাড়া সরুগ্রামের তোরাব আলীর ছেলে মাসুদ রানার নিকট ২ শতক জমি বিক্রি করেন। ওই জমিতে মাসুদ রানা এবং পাশের জমিতে এমানুর রহমান দোকান ঘর রয়েছে। বুধবার সকালে পূর্ব বিরোধের জের ধরে মুকুল হোসেন লোকজন নিয়ে মাসুদ রানা ও এমানুর রহমানের দোকান ঘর ভাংচুর করে। এরআগে মুকুল হোসেনের লোকজন এমানুর রহমানের জমি থেকে গাছ কর্তন করে। এ ঘটনায় এমানুর রহমান ও মাসুদ রানা পৃথক পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এমানুর রহমান জানান, মুকুল হোসেন লোকজন নিয়ে তার ঔষধের দোকান ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে দোকানের মালামাল, আসবাবপত্র, ঘরের ক্ষতি সাধন হয়েছে। এছাড়া গাছ কেটে তারা ক্ষতি সাধন করেছে। অপর ব্যবসায়ী মাসুদ রানা জানান, তার দোকান ঘর ভাংচুর করেছে। এছাড়া তারা জোড় পূর্বক জায়গা দখল করার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তবে অভিযুক্ত মুকুল হোসেন জানান, জায়গাটি নিয়ে আদালতে মামলা ছিল। মামলর রায় পাওয়ার পর জায়গাটি দখলমুক্ত করার জন্য তাদের অনুরোধ জানিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে তারা মিথ্যা অভিযোগ করছে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জায়গাটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ