জিল্লুর রহমান.
বগুড়ার ধুনট শহরের একটি দোকান থেকে ড্রয়ার ভেঙ্গে নগদ সাড়ে ২১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শহরের হাসপাতাল সড়কের এএসএস এন্টারপ্রাইজে এঘটনা ঘটে।
দোকানের মালিক আনারুল ইসলাম জানান, তিনি পুরানো জিনিস ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। শনিবার দুপুরে জরুরী প্রয়োজনে দোকান ঘর খুলে রেখে বাহিরে আসেন।
এই ফাঁকে অজ্ঞাত চোর দোকান ঘরে প্রবেশ করে ক্যাশের ড্রয়ার ভেঙ্গে প্রায় সাড়ে ২১ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

