ধুনটে দোলা ফার্মেসী’র উদ্বোধন

আবু সুফিয়ান.


বগুড়ার ধুনট বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় আব্দুস ছাত্তার খান মার্কেটে দোলা ফার্মেসী ফার্মেসীর যাত্রা শুরু করেছে।

শুক্রবার সন্ধায় ফার্মেসী উদ্বোধন করেন মার্কেটের স্বত্বধিকারী জিএমসি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক কে এম রকিবুল হাসান বিদ্যুৎ।

এসময় ফার্মেসীর পরিচালক বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী থেকে গবাদী পশুর প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ প্রাপ্ত দেলোয়ার হোসেন দোলা, আব্দুল লতিফ খান, কামরুল হাসান মষ্টার, কালাম মন্ডল, জহুরুল ইসলাম, মিন্টু, সুজন, শহীদ, ফকির, স্বপন ও পল্লী পশু চিকিৎসকগন উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ