ধুনটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনট উপজেলার নাংলু বালিকা দাখিল মাদ্রাসার আয়োজনে শোকরিয়া দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী ০১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করায় বৃহস্পতিবার দুপুরে নাংলু বালিকা দাখিল মাদ্রাসা চত্বরে শোকরিয়া দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান। এর আগে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হকের সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামার সঞ্চালনায় শোকরিয়া দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সোবহান। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামীগের দপ্তর সম্পাদক রঞ্জু আলম ও মাদ্রসার সুপার শহিদুল ইসলাম প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ