ধুনটে ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ মামলার একমাত্র আসামী মুরাদুজ্জামান মুকুলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমাজ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।

দ্রুত বিচারের মাধ্যমে মুরাদুজ্জামান মুকুলের ফাঁসির দাবিতে সোমবার দুপুরে শহরের প্রধান সড়কে উপজেলা বিএম টিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

মুরাদুজ্জামান মুকুল শৈলমারি গ্রামের মতিউর রহমানের ছেলে এবং জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক। বর্তমানে সে বগুড়া কারাগারে আটক রয়েছেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএম টিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুস ছালাম, রুবেল হোসেন, প্রভাষক সাইদুজ্জামান, তোজাম্মেল হক, রাজু আহম্মেদ, জিয়াউল হক, বিউটি রানী, শিরিন আকতার, গোলাম আজম, আমিনুল ইসলাম, মিজানুর রহমান ও তপন কুমার দেব।

উল্লেখ্য, ধুনট শহরের দক্ষিন অফিসারপাড়ায় এক স্কুলছাত্রীকে কৌশলে বাসায় ডেকে নিয়ে জড়িয়ে ধরে মুঠোফোনে ছবি তোলে মুরাদুজ্জামান। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুরাদুজ্জামান ৪০ দিন ধরে স্কুলছাত্রীকে কয়েক দফা ধর্ষণ এবং মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধরণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে ১২ মে থানায় মামলা দায়ের করে। ওই দিনই মুরাদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ