ধুনটে ধর্ষণের দৃশ্য ধারণ মামলার আসামী গ্রেপ্তার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও সেই দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করার অভিযোগে মামলার আসামী নয়ন বাবুকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। নয়ন বাবু উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মজনু মিয়ার ছেলে। সোমবার দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে রিমন রহমান (২২) বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ওই ছাত্রী ও তার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে হয়ে ওঠে রিমন। এক পর্যায়ে গত ২০২১ সালের ১৮ এপ্রিল বিকেল ৩টার দিকে ওই ছাত্রীকে কৌশলে নিজ বাড়ির ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সে। এসময় নয়নসহ ৩ বন্ধু ঘরের জানালা দিয়ে ওই ধর্ষণের দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে। পরে ১১ মে ওই ছাত্রীর মা বাদি হয়ে নয়ন বাবুসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

    আদালতে নির্দেশে ২৩ মে ধুনট থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। পরে ২২ ডিসেম্বর মামলাটি তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামীরা পলাতক থাকায় আদালত নয়ন বাবুসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারীপরোয়ানা জারী করে। সেই গ্রেপ্তারীপরোয়ামুলে নয়ন বাবুকে রোববার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    থানা হাজতে আটক নয়ন বাবু ধুনট বার্তাকে বলেন, ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। শত্রুতা করে আমাকে মামলায় জড়ানো হয়েছে।

    ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মুলে নয়ন বাবুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ