
বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামী দুলু প্রামানিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুলু প্রামানিক উপজেলার আনারপুর দহপাড়ার সিদ্দিক হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ জুন রাতে প্রতিবেশী তালাকপ্রাপ্ত এক নারী তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। ওই রাত ১১টার দিকে দুলু প্রামানিক ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পরের দিন ওই নারী বাদি হয়ে দুলু প্রামানিকের বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ওই দিনই পুলিশ দুলুকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
এদিকে মামলাটি তদন্ত সাপেক্ষে ধুনট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম আসামী দুলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা দায়েরের ১৩ বছর পর গত ৯ জুন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির আসামী দুলু প্রামানিকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
ধুনট থানার এএসআই আবু তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে দুলু প্রামানিককে গ্রেফতার করে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।


