ধুনটে ধান উড়ানোর ফ্যানে জড়িয়ে গৃহবধুর মৃত্যু

কারিমুল হাসান লিখন.

বগুড়ার ধুনটে আবর্জনা পরিস্কার করার সময় ধান উড়ানোর ফ্যানে জড়িয়ে পারুল আকতার (৮০) নামের এক গৃহবধু’র মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টায় উপজেলার সরুগ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল আকতার সরুগ্রাম পূর্বপাড়ার আজিজার সাকিদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোর থেকে পরিবারের সদস্যরা মৌসুমী ধানের কাজ করছিল। এরমধ্যে পারুল আকতার ফ্যানের বাতাসে ধান উড়িয়ে আবর্জনামুক্ত করার কাজ করছিল। অসাবধানতাবসত সে ওই ফ্যানের পাখার সাথে জড়িয়ে পড়েন। ফ্যানের পাখার আঘাতে তার গলা কেটে যায়। এতে ঘটনাস্থলেই পারুল আকতার মারা যান।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ধুনট বার্তা কে জানান, ফ্যানে কাটা পড়ে গৃহবধুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ