ধুনটে নতুন বছরের শুভেচ্ছা জানালেন এনজিও কর্মকর্তারা

বগুড়ার ধুনট উপজেলায় জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা (জে.পি.ইউ.এস) নামে বেসরকারি একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল নাগরিকদের ২০২৩ সালের শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (১জানুয়ারী) সকালে জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সমাজ কর্মী আবু রায়হান, তারভীর রহমান ও বিপ্লব হোসেন প্রতিটি কার্যালয়ে গিয়ে দপ্তর প্রধানদের নতুন বছরের ডাইরী ও কলম সহ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপনের মধ্যে রয়েছেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ওসি রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম মাসুদ রানা ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক।  

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ