ধুনটে নতুন মোটরসাইকেল কিনে চালাতে গিয়ে যুবকের মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল নিয়ে সড়ক দূর্ঘটনায় সবুর আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সবুর আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের জফের আলীর ছেলে।

    শনিবার সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে শুক্রবার দুপুর ২টার দিকে রাঙামাটি গ্রামে মোটরসাইকেল নিয়ে সড়ক দুর্ঘটনায় সবুর আলী আহত হোন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সবুর আলী মাত্র ১০ দিন আগে একটি মোটরসাইকেল ক্রয় করেন। শুক্রবার দুপুর ২টার দিকে সবুর আলী নিজ বাড়ি থেকে নতুন ওই মোটরসাইকেল নিয়ে এলাঙ্গী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে রাঙ্গামাটি গ্রামের মফিজ সরকারের বাড়ির নিকট পাকা সড়কে যন্ত্রচালিত ধান মাড়াই করার মেশিনের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। সংর্ঘষে পাকা সড়কে পড়ে গিয়ে বুকে মাথায় আঘাত পেয়ে আহত হন সবুর আলী। স্থানীয়রা আহত সবুর আলীকে সেখান থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

    বগুড়ার সদর থানার পরিদর্শক জাহিদুল হক ধুনট বার্তাকে বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত সবুর আলীর লাশ আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১২টার দিকে তাঁর সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ