ধুনটে নববধু’র লাশ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় তাহরিমা আকতার (১৬) নামের এক নববধু’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় উপজেলার চিকাশী ইউনিয়নের সোনার গাঁ ঈদগাহ মাঠের একটি গাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ওই গ্রামের সোলায়মান আলীর মেয়ে ও জাহাঙ্গীর আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনার গাঁ গ্রামের সোলায়মান আলী পরিবার নিয়ে বগুড়া শহরে বসবাস করেন। মেয়ে তাহরিমা আকতার শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফল প্রতাশী ছিল। এদিকে গ্রামের বাড়ীর প্রতিবেশী তোতা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের সাথে প্রায় ১০ মাস আগে তাহরিমার বিয়ে হয়। জাহাঙ্গীর আলম লেখাপড়ার জন্য চট্টগ্রামে থাকেন। এদিকে তাহরিমা বাবার সঙ্গে বগুড়া শহরের ভাড়া বাসায় বসবাস করে।
তাহরিমার বাবা সোলায়মান আলী জানান, গত ১৫ এপ্রিল শ্বশুর তোতা মিয়ার সাথে বগুড়া থেকে সোনার গাঁয় শ্বশুর বাড়ী আসে তাহরিমা। শুক্রবার রাতে মোবাইল ফোনে তাকে বগুড়ায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। হঠাৎ শুক্রবার রাত ২টায় গ্রামের ঈদগাহ মাঠের ভিতর একটা গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখেন স্থানীয় লোকজন।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার সকাল ১১টায় তহরিমা আকতারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ