ধুনটে নানা আয়োজনে শ্রমিক দলের মে দিবস উদযাপন

বাংলা‌দেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে ধুনটে বি‌ভিন্ন কর্মসূ‌চির মধ্যদিয়ে মহান মে দিবস পা‌লিত হয়েছে। বৃহস্প‌তিবার সকাল ১১টায় সংগঠনের পক্ষ থেকে মে দিবসের শহীদদের স্মরণে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে মে দিবসের এক র‌্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদ‌ক্ষিণ করে।

অনুষ্ঠানের ভি‌ডিও দেখতে এখানে ক্লিক করুন : ভি‌ডিও

দুপুর ১২টায় শহীদ আবু সাঈদ চত্বরে মে দিবসের আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন বগুড়া জেলা বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস‌্য ও ধুনট পৌর বিএন‌পির সভাপ‌তি সাবেক মেয়র আ‌লিমু‌দ্দিন হারুন মন্ডল।

ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় বক্তব‌্য রাখেন বগুড়া জেলা বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস‌্য ও ধুনট পৌর বিএন‌পির সহসভাপ‌তি সানোয়ার হোসেন, ধুনট উপজেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সাবেক সদস‌্য মোখ‌ফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সভাপ‌তি রাশেদুজ্জামান উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল‌ফিজুর রহমান স্বপন, উপজেলা শ্রমিক দলের সাংগঠ‌নিক সম্পাদক স্বপন ইসলাম, যুগ্ম সম্পাদক সুজন আহমেদ ও উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান।

অনুষ্ঠানে ধুনট উপজেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সাবেক সদস‌্য ময়নুল হাসান মুকুল, আব্দুল কাইয়ুম টগর, বিএন‌পি নেতা রকিবুল হাসান কাজল, শ‌ফিকুল ইসলাম, শ‌ফিউল আলম, তা‌রিক মোহাম্মদ সাদ্দাম বাবু, পৌর শ্রমিক দলের সাবেক সভাপ‌তি খোরশেদ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‌্য স‌চিব মাহবুবুল হক রঞ্জু, স্বেচ্ছাসেবক দল নেতা মু‌ঞ্জিল হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা আবু মুছা, মাহমুদুল হাসান সুমন, জা‌হিদুল ইসলাম মধু, সোহেল আহমেদ, শ্রমিক দল নেতা বাদশা মন্ডল ও ছাত্রদল নেতা মিশুক বাবু সম্রাট সহ প্রমুখ নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

Latest

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ