
সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই ও মাদকের সহজলভ্যতা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের জনসম্মুখে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার ধুনট উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৫মার্চ) সকাল ১১টাল উপজেলার গোসাইবাড়ি সাতমাথা এলাকায় যুব সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গোসাইবাড়ি বাজারে ব্যবসায়ী বিএনপি নেতা গোলাম রব্বানীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যবসায়ী রিপন মিয়া, হয়রত আলী, ওহেদ আলী, ইনতাজ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ভোলা মিয়া, সবুজ হোসেন, জাহিদুল ইসলাম, হেলাল হোসেন, পলাশ মাহমুদ ও নুর আলম।


