জিল্লুর রহমান.
বগুড়ার ধুনট উপজেলার নিখোঁজের ৩দিন পর রাকিব হাসান (১০) নামের এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামে খালের পানি থেকে স্থানীয় লোকজন মৃতদেহটি উদ্ধার করে। নিহত রাকিব হাসান ওই গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে বাবা আব্দুল ওহাব ও মা পোশাক শ্রমিক শিউলী বেগম ঢাকায় থাকতেন। গ্রামের বাড়ীতে অন্য স্বজনদের সঙ্গে থাকতো রাকিব হাসান। গত মঙ্গলবার দুপুরে বাড়ী থেকে খেলতে বেড়িয়ে নিখোঁজ হয় রাকিব। এরপর স্বজনরা তার সন্ধান পায়নি। খবর পেয়ে ঢাকা থেকে বাড়ী আসেন বাবা-মা। বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ীর অদূরে মোহনপুর খালের পানিতে স্থানীয় লোকজন রাকিবের মৃতদেহ ভাসতে দেখে। পরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক ভাবে খালের পানিতে ডুবে শিশু রাকিবের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে মৃতদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



