কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা চারমাথা ও চিকাশী ইউনিয়নের নির্জন সংযোগ সড়কে মাদকের ছড়াছড়ি কারবারে পরিনত হয়েছে।
সোনাহাটা-চিকাশী প্রায় ৭ কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে চলছে মাদকের রমরমা ব্যবসা ও মাদক সেবন। সোনাহাটা-চিকাশী সংযোগ সড়কের শিয়ালী পুর্বপড়া বড়–ইতলী প্রাথমিক বিদ্যালয়, চাপড়া ব্রিজ, চাপড়া প্রাথমিক বিদ্যালয়, একুই সড়কের হটিয়ারপাড়া মোড় সহ বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর হতে মাদক বিক্রেতা ও সেবনকারীদের আড্ডায় পরিনত হয় প্রতিনিয়ত।
এসকল স্থানে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইনসহ নানা ধরনের নেশাজাত দ্রব্য ব্যবসায়ীদের অভয়াশ্রম হবার কারনে স্থানীয় যুব সমাজ সহজেই নেশাগ্রস্থ হয়ে পড়ছে। নিমগাছী ও চিকাশী ইউনিয়নের অধিকাংশ অবিভাবকগন সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
কখন কার সন্তান নেশার সাথে জড়িয়ে জীবনটা নষ্ট করবে তা ভেবে কুল পাচ্ছেনা অনেকেই। প্রায় অবিভাবকদের মনেই নেশাকে কেন্দ্র করে সংশয় রয়েছে। উপজেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও মাদকসেবীদের আনাগোনা দেখা যায়।
মাদকের আখড়া হিসেবে সম্ভাব্য শিক্ষা প্রতিষ্ঠান ও উল্লেখযোগ্য কিছু স্থান হলো নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বৃভিটা উচ্চ বিদ্যালয়, বাবু বাজার, নিমগাছী ব্রিজ, নিমগাছী পুর্বপাড়া কমিউনিটি ক্লিনিক, নান্দিয়ারপাড়া ব্রিজ, সোনাহাটা বাজারের সোনাহাটা উচ্চ বিদ্যালয়, সোনাহাটা বালিকা বিদ্যালয়, সোনাহাটা ডিগ্রী কলেজ মাঠ, কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয়,কাদাই প্রাথমিক বিদ্যালয়, কালেরপাড়া উচ্চ বিদ্যালয়, কান্তনগর প্রাথমিক বিদ্যালয়, কান্তনগর উচ্চ বিদ্যালয়, কান্তনগর টেকনিক্যাল কলেজ, সোনামুয়া হাট ব্রিজ, হেউট নগর ব্রিজ, রামনগর বাজার, এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী ব্রিজ, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়সহ আরও অনেক প্রতিষ্ঠানেই পুলিশের চোখে ফাকি দিয়ে সন্ধ্যার পর থেকে চলে মাদকের জমজমা আড্ডা।

