আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনটে হেমায়েত ইসলাম ওরফে কালাম (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চিকাশী ইউনিয়নের চাপড়া বিল এলাকায় ধান ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত কালাম পটুয়াখালীর ভরিয়া গ্রামের আব্দুুল মান্নানের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েত ইসলাম ওরফে কালাম রাজধানী ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সেখানে পোশাক শ্রমিক ধুনট উপজেলার ঝিনাই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে লাভলী খাতুনের সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্রধরে ১৪ বছর আগে লাভলী খাতুনকে বিয়ে করেন কালাম। বিয়ের পর থেকে সে স্ত্রীকে নিয়ে ঝিনাইগ্রামে শ্বশুরবাড়ীতে বসবাস করছিল। দাম্প্যত্ত জীবনে তারা দু’টি মেয়ে সন্তানের জন্ম দেয়। এদিকে পরিবারের স্বচ্ছলতার জন্য লাভলী খাতুন প্রায় ৪ বছর আগে ওমান চলে যায়। শ্বশুরবাড়ীতে মেয়েদের নিয়ে বসবাস করছিল কালাম। বুধবার সন্ধ্যায় সে বাড়ী থেকে বেড়িয়ে যায়, কিন্তু রাতে বাড়ী ফেরেনি। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে চাপড়া গ্রামের বিলের মধ্যে ধানক্ষেতে হেমায়েত ইসলাম ওরফে কালামের মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

