ধুনটে নেতাকর্মীদের মারপিটে আ.লীগের দুই নেতা আহত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আমিনুল ইসলাম শ্রাবণ.

    বগুড়ার ধুনট উপজেলায় নিজ দলের নেতাকর্মীদের হাতে পৃথক পৃথক মারপিটের ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের সোনামুখী সড়কে এঘটনা ঘটে।

    এ ঘটনায় আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন ও সদস্য ইমরুল কাদের সেলিম। আহতরা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদরের সোনামুখী সড়কে উপজেলা আওয়ামী লীগের সদস্য ইমরুল কাদের সেলিমের উপর অতর্কিত হামলা করা হয়। ধুনট পৌর শ্রমিক লীগের সভাপতি ইজুল খাঁন এহামলায় নেতৃত্ব দেয়। হামলায় আ.লীগ নেতা সেলিম গুরুতর আহত হোন। খবর পেয়ে পুলিশ শ্রমিক লীগ নেতা ইজুল খাঁনকে আটক করে। অন্যদিকে আ.লীগ নেতা ইমরুল কাদের সেলিমের উপর হামলার ঘটনায় আ.লীগের একটি পক্ষের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সোনামুখী সড়কে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড সম্বলিত একটি কক্ষে হামলা চালায়। এসময় সেখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন অবস্থান করছিলেন। হামলাকারীরা শরিফুল ইসলাম খাঁনকে মারপিট করে এবং ওই কার্যালয় ভাংচুর করে। মারপিটে শরিফুল ইসলাম খাঁন গুরুতর আহত হোন। এঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পরে। একারনে শহরে পুলিশ মোতায়েন করা হয়।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিজ দলের নেতাকর্মীদের মারধরে আওয়ামী লীগের দুই নেতা আহত হয়েছেন। পুলিশ এঘটনায় শ্রমিক লীগ নেতা ইজুল খাঁনকে আটক করেছে। নতুন করে কোনো অঘটন এড়াতে শহরে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করার কথা শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ