ধুনটে পকেটমারসহ ৩জন গ্রেফতার

কারিমুল হাসান লিখন.

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভূক্ত পকেটমারসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, ধুনট সদরের মাদারভিটা গ্রামের মোগলা মন্ডলের ছেলে পকেটমার বকুল মন্ডল (৩৫), কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মুঞ্জু হোসেনের ছেলে খোকন মিয়া (২৭) ও শিমুলকান্দি গ্রামের হযরত আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫)।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ধুনট বার্তাকে জানান, মাদারভিটা গ্রামের বকুল মন্ডল এলাকায় চিহ্নিত পকেটমার ও মাদকসেবী। তার বিরুদ্ধে মাদক ও পকেটমারার ঘটনায় চারটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। শেরপুর পুলিশ ফাঁড়ির সহযোগীতায় ধুনট থানা পুলিশ শেরপুর থেকে বুধবার বকুল মন্ডলকে গ্রেফতার করে। অন্যদিকে ঢাকার কাফরুল থানায় ২০১৪ সালে দায়েরকৃত মামলায় দ্রুত বিচার ট্রাইবুন্যাল রামনগর গ্রামের খোকন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। বৃহস্পতিবার সকালে নিজবাড়ী থেকে পুলিশ খোকনকে গ্রেফতার করেছে। এছাড়া শিমুলকান্দি গ্রামে মারামারির ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত গোলাম মোস্তফার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। একারনে বুধবার রাতে নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গ্রেফতারকৃতদের থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ