আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট পৌর এলাকায় ট্রাক চালক মন্টু মন্ডল (২৮) হত্যা মামলার এজাহারভূক্ত আসামী অলেদা খাতুনকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। রোববার সকালে পশ্চিম ভরনশাহী গ্রামের বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের ছাবের আলী’র স্ত্রী।
ধুনট থানার এসআই আব্দুল মোত্তালিব ধুনট বার্তা কে জানান, পৌর এলাকার চরপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে ট্রাক চালক মন্টু মন্ডলের সাথে পশ্চিম ভরনশাহী গ্রামের মন্টু মল্লিকের স্ত্রী লাকী আকতারের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল।
২০১৪ সালের ১৫ নভেম্বর রাত ৮টায় প্রেমিকা লাকী আকতারের কাছে যায় ট্রলি চালক মন্টু মন্ডল। বিষয়টি টের পেয়ে লাকী আকতারের শ্বশুড়বাড়ীর সদস্যরা মন্টু মন্ডলকে আটক করে। ওই রাতেই তারা মন্টু মন্ডলকে মারপিট এবং গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস ছামাদ বাদী হয়ে ধুনট থানায় ১২জন নামীয় ও ৫জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। অলেদা খাতুন ওই মামলার এজাহার ভূক্ত আসামী। ঘটনার পর থেকে সে পালিয়ে ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে নিজবাড়ী থেকে অলেদা খাতুনকে গ্রেফতার করা হয়। পরে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।


