Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তরপত্র জমা না হওয়ায় কেন্দ্র সচিবসহ চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান তাদেরকে এ অব্যহতি পত্র দেন।
অব্যহতি প্রাপ্তরা হলেন, কেন্দ্র সচিব বিলকাজলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল খালেক, সহকারী কেন্দ্র সচিব আড়িয়ামহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়র হোসেন, কক্ষ পরিদর্শক চকমেহেদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহজাহান আলী ও অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক আঙ্গুরী খাতুন। জানাযায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর ধুনট উপজেলা ২০৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫৩২১ জন পরীক্ষার্থী ১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করে।
সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্বহরীগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। পরীক্ষা শেষে কেন্দ্র সচিব ২৯৭টি উত্তরপত্র উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দেন। উত্তরপত্র গননার সময় একটি উত্তরপত্র কম হওয়ায় হিসাবের গড়মিল দেখা দেয়।
পরে অনুসন্ধান করে সন্ধ্যা ৭টার দিকে বিশ্বহরীগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষ থেকে হারানো উত্তরপত্র উদ্ধার হয়। এ ঘটনায় দাইত্ব অবহেলা জনিত কারনে কেন্দ্র সচিবসহ চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।