Warning: Invalid argument supplied for foreach() in
/home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line
820
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ কেজির ৩৯০ কেজি চাল পাচারকালে আটক করেছে স্থানীয় লোকজন। শনিবার দুপুর ১২টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালনগর ইউনিয়নে খাটিয়ামারী বাজারে সরকারের ১০টাকা কেজির চালের ডিলার বলারবাড়ী গ্রামের চাঁন মিয়ার ছেলে সাইফুল ইসলাম। তার দোকান থেকে ৬৯৮জন সুবিধাভোগীর চাল বিক্রি করেন। সাইফুল ইসলাম গোপালনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। বানিয়াগাঁতী গ্রামের কাজী মতিউর রহমান হত্যা মামলার প্রধান আসামী হওয়ায় তিনি বর্তমানে পলাতক রয়েছেন। এজন্য তার স্ত্রী তহমিনা খাতুন চাউলের ডিলারী পরিচালনা করে আসছেন।
শনিবার দুপুর ১২টায় খাটিয়ামারী বাজারে ডিলারের নির্ধারিত দোকান থেকে ৪টি বস্তায় ২০০ কেজি চাল একটি ভ্যানে তুলে পাচারের চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন চাল গুলো আটক করে রাখে। এদিকে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শারমিন আখতার আটককৃত ২০০ কেজি চাল এবং ওই ডিলারের ঘর থেকে আরো ১৯০ কেজি চাল উদ্ধার করেন। পরে তিনি চাল গুলো ডিলারের দোকানে রেখে দোকানটি সিলগালা করেছেন। ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তাটির পাঠক সংখ্যা :
456