ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলায় পানিতে ডুবে সুমাইয়া আকতার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পুকুরিয়া গ্রামে ডোবার পানিতে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের ভরসা মন্ডলের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টায় বাড়ীর পাশে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের অভ্যন্তরে ডোবার পানিতে দাদীর সাথে গোসল দিতে যায় সুমাইয়া। গোসল শেষে সুমাইয়াকে দেখতে পায়নি তাঁর দাদী। এরপর খোঁজাখুঁজি করে ডোবার পানি থেকে সুমাইয়ার দেহ উদ্ধার করে স্বজনরা। পরে গ্রাম্য চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষনা করেন। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ