বগুড়া ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিয়া মনি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া মনি ওই গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় বাড়ীর আঙ্গিনায় খেলা করছিল রিয়া মনি। এরপর পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সে বাড়ীর সামনে পুকুর পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবসত পুকুরের পানিতে ডুবে যায় রিয়া মনি। এদিকে পরিবারের সদস্যরা নিখোঁজ রিয়া মনিকে অনুসন্ধান করতে থাকে। দুপুর ১২টায় পুকুর থেকে রিয়া মনির ভাসমান মৃতদেহ উদ্ধার করে।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।