ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কারিমুল হাসান লিখন.

বগুড়া ধুনট উপজেলায় পুকুরের পানিতে গোসল দিতে নেমে নাজমুল হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রামনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল আনারপুর কচুগাড়ী গ্রামের অটোভ্যান চালক লিটন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী নাজমুল হোসেন। গত বুধবার মায়ের সঙ্গে রামনগর পূর্বপাড়ায় নানার বাড়ী যায়। নানা আবুল হোসেনের বাড়ীর পাশে পুকুরের পানিতে শুক্রবার দুপুর ১২টায় অন্যদের সাথে গোসল দিতে যায় নাজমুল। এসময় পানিতে সে ডুবে যায়। দুপুর ২টায় পুকুর থেকে নাজমুলের মৃতদেহ উদ্ধার করে স্বজনরা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ