ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আ‌মিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে আল ইমরান নামের ৭বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় নিমগাছী ইউনিয়নের পিরাপাঠ গ্রামের খালের পানি থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসী। নিহত ইমরান ওই গ্রামের আরিফুল ইসলামের ছেলে।

গ্রামবাসী জানান, শনিবার বিকেল ৪টার পর থেকে আল ইমরানকে খুঁজে পায়নি পরিবারের সদস্যরা। এরপর গ্রামবাসী তাকে খুঁজতে থাকেন। ইমরানের সন্ধান পেতে এলাকায় মাইকিং করে প্রচারণাও চালানো হয়। কিন্তু এতেও তার কোন সন্ধান মেলেনি। রবিবার সকাল ১০টায় পিরাপাঠ উত্তরপাড়া বালুয়াখালে স্থানীয়রা আল ইমরানের মৃতদেহ দেখতে পান। পরে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসী। স্থানীয়রা ধারনা করছেন ওই খালের পানিতে ডুবে ইমরানের মৃত্যু হয়েছে।

নিমগাছী ইউনিয়ন পরিষদের সদস্য হামিদুল হক এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তা‌কে বলেন শনিবার বিকেল থেকে শিশু আল ইমরানকে খুঁজে পায়নি তার পরিবারের সদস্যরা। রবিবার সকাল ১০টায় গ্রামের বালুয়া খালে তার মৃতদেহ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ইমরানের মৃতদেহ দাফন করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ