কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনট উপজেলায় পানিতে পড়ে শিশুর মৃত্যুসহ গৃহবধু নিখোঁজ হয়েছে। ৩০ আগষ্ট ২০১৭ বুধবার এ মত্যু ও নিখোঁজের ঘটনা ঘটে।
জনাযায়, উপজেলায় সৈকত (৭) নামের এক কেজি স্কুল ছাত্রের পানিতে পরে মৃত্য হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পূর্ব কান্তনগর গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। ঘটনার দিন বিকেল থেকে শিশু সৈকতকে খুজতে থাকে পরিবারের লোকজন। খোজাখুজির এক পর্যায়ে সন্ধ্যার আগে বাড়ির পুর্ব পাশে ও ইটভাটার বিপরিতে বন্যার পানি কবলিত একটি জলাশয়ে সৈকতের অচেন দেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু ঘটে।
অন্যদিকে, বাঙ্গালী নদীতে ডুবে শিউলী খাতুন (৩৫) নামের এক গৃহবধু নিখোঁজ হয়েছে। শিউলী খাতুন উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামের ওমর আলীর স্ত্রী। একুই দিনে সকাল ১০টার সময় বাঙ্গালী নদীর জয়শিং ঘাট এলাকায় এ নিখোঁজের ঘটনা ঘটে। বাঙ্গলী নদির তীরে বাড়ি হওয়ায় রান্নার প্রস্তুতি হিসেবে মাছ ধোয়ার জন্য নদিতে যায় শিউলী খাতুন।
অসাবধানতায় পা পিছলে পানির স্রতের মুখে পড়ে যায় শিউলী খাতুন। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোজাখুজি করেও শিউলীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইয়াকুব আলী।


