
বগুড়ার ধুনট উপজেলায় অসতর্কতার কারণে বাড়ির পাশে পুকুরের পানি পড়ে রমজান আলী (৭৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। নিহত রমজান আলী উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আয়েন উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নিহতের বাড়ির পাশে একটি পুকুরের ভেতর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা।
থানা সূত্রে জানা যায়, নিহত রমজান আলী বুদ্ধিপ্রতিবন্ধী (পাগল) ছিলেন। অন্যান্য দিনের ন্যায় সোমবার রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে পড়েন রমজান আলী। এ অবস্থায় রাত ৩টার দিকে রমজান আলীকে ঘরের ভেতর খুজে পান না তার স্বজনরা। নিখোঁজের প্রায় ৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে পুকুরের ভেতর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। স্বজনরা ধারণা করছেন, অন্ধকার রাতে অজ্ঞাত স্থানে যাওয়ার সময় অসর্তকতার কারণে পুকুরের পানিতে পড়ে রমজান আলীর মৃত্যু হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আইনী প্রক্রিয়া শেষে রমজান আলীর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ মৃত্যুর বিষয় পরিবারের কোন অভিযোগ নেই।


