ধুনটে পুলিশের জ্যাকেট পরে ছবি ওঠায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরা ছবি ফেসবুকে আপলোড করায় সাজেদুল ইসলাম সাগর (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধুনট উপজেলার সোনাহাটা গ্রামের চান মিয়া সরকারের ছেলে।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে পিকেট ডিউটি করতে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় যান। ডিউটিকালীন অবস্থায় এসআই শহিদুল ইসলাম তার নিজের বুলেট প্রুফ জ্যাকেটটি সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলের উপর রাখেন।

    সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম কৌশলে পুলিশের জ্যাকেটটি নিয়ে নিজের শরীরে পরিধান করে ছবি তোলেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে ডেইলি ষ্টোরিতে এবং পরিবর্তীতে নিজের ফেসবুল ওয়ালে পোষ্ট করেন। মুহুর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছবিটির নিচে নেতিবাচক মন্তব্য পড়তে শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গণমাধ্যমে নজরে আসে। পরে থানা পুলিশ মঙ্গলবার রাতেই সোনাহাটা বাজার এলাকা থেকে সাজেদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন। ফেসবুল ওয়াল থেকে ওই ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে।

    থানা হাজতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম জানান, পুলিশের জ্যাকেটটি গায়ে দিয়ে কৌতুহল বশত ছবি তুলেছি এবং ফেসবুকে পোষ্ট করেছি। জ্যাকেটটি গায়ে দিয়ে বিট পুলিশিং কার্যালয়ের বাইরে যাই নি। ছবিটি ফেসবুকে পোষ্ট করার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে ছবি ফেসবুকে আপলোড করায় সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ