ধুনটে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম.

বগুড়ার নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম ধুনট থানা পরিদর্শন করেছেন। শনিবার রাত ৮টায় তিনি ধুনট থানা পরিদর্শন করেন। পরে তিনি থানার পুলিশ সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় মিলিত হোন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন মানুষ যখন অসহায় বোধ করেন, তখনই তিনি পুলিশের কাছে আসেন। এজন্য সহযোগীতা প্রত্যাশী অসহায় মানুষের পাশে পুলিশ সদস্যদের দাড়াতে হবে। অসহায় মানুষকে মানুসিক শক্তির যোগান দিতে হবে, তিনি যেন আস্থা রাখতে পারেন, তিনি একা নন এবং তিনি সুবিচার পাবেন।

মানবিক কার্যক্রমের মধ্যদিয়ে পুলিশ দেশের মানুষের হৃদয়ে জায়গা পেয়েছে উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, মানুষের এই আস্থা ও ভালোবাসা ধরে রাখতে পেশাগত কাজের পাশাপাশি পুলিশ সদস্যদের মানবিক কাজ করতে হবে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশীদ, ধুনট পৌরসভা মেয়র এজিএম বাদশাহ্, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও শিক্ষার্থী মোনালী বালা।

অনুষ্ঠানে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, প্রথম আলো’র ধুনট প্রতিনিধি মাসুদ রানা, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ এবং ধুনট থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ