Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের পঞ্চম দিনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচীর আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এসব ঈদ সামগ্রী ১০০টি দুস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফুল কবির, ডা. জহুরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স ডা: আহসানুজ্জামান, ডা: অপু বসাক, ডা: লুৎফুন্নাহারসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।