
স্টাফ রিপোর্টার.
বগুড়ার ধুনট উপজেলায় ৩৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। গত শনিবার ও রবিবার এবং আজ সোমবার তিনি উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আব্দুল হাই খোকন। এসময় তিনি পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা ও সার্বিক খোঁজ খবর নেন। এছাড়া ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
অন্যদিকে ধুনট পৌর এলাকার বাহিরের পূজা মন্ডপগুলোতে সংসদ সদস্য হাবিবর রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি। এসময় সংসদ সদস্য’র পক্ষ থেকে তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা মন্ডপগুলো পরিদর্শন ও অনুদান প্রদান কালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

