ধুনটে পূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে থানা চত্বরে উপজেলার ২৯টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে থানা পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম।

    থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পূজা উদযাপন পরিষদের নেতা নিপেন্দ্র নাথ সরকার, প্রতেন কুমার, অখিল চন্দ্র হাওয়ালদার ও অরুপ কুমার সাহা।

    উল্লেখ্য উপজেলায় এবার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ২৯টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৪ পূজা মন্ডপ ঝঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন উপজেলা প্রশাসন। তবে দূর্গা পূজায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি রবিউল ইসলাম।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ