ধুনটে পূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি সভা

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়ে‌ছে। সোমবার সন্ধ‌্যায় ধুনট উপজেলা প‌রিষদ সভা কক্ষে উক্ত সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় ধুনট উপজেলা নির্বা‌হি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত সভাপ‌তিত্ব করেন।

এসময় ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার ও‌সি র‌বিউল ইসলাম, নিমগাছী ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান সো‌নিতা নাস‌রিন, কালেরপাড়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান সাজ্জাদ হোসেন শিপন, গোসাইবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান মাসুদুল হক বাচ্চু, ভান্ডারবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান বেলাল হোসেন বাবু, ধুনট সদর ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান মাসুদ রানা, এলাঙ্গী ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান তোজাম্মেল হক, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, ধুনট উপজেলা পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি অধ‌্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গো‌বিন্দ কুমার ঘোষ সহ বি‌ভিন্ন পূজা মন্ডপ ক‌মি‌টির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ