Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ২৭টি মন্ডপে নিরাপত্তা ও ভক্তদের জন্য সেবামুলক কর্মকান্ডে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রতিটি মন্ডপে ১টি করে স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করছে।
উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দূর্গা পূজা। ধুনট উপজেলায় চলতি বছর ২৭টি মন্ডপে দূর্গা পূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে র্যাব, পুলিশকে সহায়তা করবে ছাত্রলীগ। এছাড়া পূজা মন্ডপ পরিদর্শন ও মন্ডপ এলাকায় সেবামুলক কার্যক্রম পরিচালনা করবে ছাত্রলীগের নেতাকর্মীরা। এলক্ষ্যে প্রতিটি মন্ডপের জন্য একটি করে স্বেচ্ছাসেবী টিম করেছে উপজেলা ছাত্রলীগ। স্বেচ্ছাসেবীদের মাঝে হলুদ গেঞ্জি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কালেরপাড়া ইউনিয়নের হাঁসখালী এলাকায় কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। এসময় পূজা মন্ডপে আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এছাড়া স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের মাঝে গেঞ্জি বিতরণ করেন এবং তাদের সেবামুলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু মাহমুদ, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, মাসুম তরফদার, সৈনিকসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ভাল কাজে অংশ গ্রহন করতে চায়।
শারদীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে এবং মন্ডপে আগত ভক্তদের সেবায় ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করছে।