আব্দুল হামিদ.
শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বগুড়ার ধুনট পৌর ও সদর ইউনিয়নের ৭টি পূজা মন্ডপ পরিদর্শনকালে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদানে ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিয়োদ্ধ আলহাজ্ব হাবিবর রহমান।
বুধবার রাত ৯টায় পৌর ও সদর ইউনিয়নের এসব পূজা মন্ডপ পরিদর্শন শেষে ধুনট কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিয়োদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সকল ধর্মের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছেন। আর একারনেই দুর্গা পূজার আনুষ্ঠানিকতা দিন দিন বড় আকার ধারন করেছে। তিনি বলেন, দেবী মায়ের কৃপা অর্জনের জন্য সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করেন। তবে পূজাকে কেন্দ্র করে শারদীয় উৎসবের অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেন সকল ধর্মের মানুষ। এজন্য শারদীয় উৎসব বাঙালীর উৎসবে পরিণত হয়েছে।
ধুনট কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির সভাপতি বাবু তপু কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্ , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, রেজাউল করিম, রেজাউল ইসলাম, আসিফ ইকবাল সনি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী,
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সস্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও ধুনট কেন্দীয় দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু লিখন সাহা।