Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জমি দখলের চেষ্টায় মারপিটের ঘটনা ঘটেছে। ২০ জুন ২০১৭ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার ঝিনাই গ্রামের দক্ষিনপাড়া এ ঘটনা ঘটে। উপজেলার ঝিনাই গ্রামের মৃত দরবেশ সরদার এর ছেলে জেল হক সরদার দির্ঘদিন যাবৎ পৈতৃক সম্পত্তি হিসেবে লক্ষীপুর মৌজার ৬২৩৩ দাগের ৩৮ সতাংশ ধানী জমি ভোগ দখল করে আসছে। পুর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন একুই গ্রামের মৃত আমছার ফকিরের ছেলে জিয়াউর রহমান (২৫), এরশাদ ফকির (২৩), মৃত হোসেন সরদারের ছেলে তাজুবর সরদার (৫০), মৃত আমছার ফকিরের ছেলে আনু ফকির(৩০), জিয়াউর রহমানের সস্ত্রী সিরিনা খাতুন (২০), এরশাদ ফকিরের স্ত্রী রুমি খাতুন (১৯) বিবাদীগন জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে আসছে বলে থানার অভিযোগ মুলে জানাযায়। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। কিন্তু তাহারা শালিস বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে মঙ্গলবার সকাল ১১টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জেল হকের পৈতৃক সম্পত্তির উপর অনাধিকার প্রবেশ করে নারিকেল গাছ রোপন করতে বাঁধার সৃষ্টি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর এক পর্যায়ে বিবাদীগন লাঠিসোটা দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করতে থাকে। লাঠির আঘাত ঠেকাতে এলে বাদী জেল হকের স্ত্রীর হাত রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয় ও বাদীর মাথায় বেদনাযুক্ত যখম হয়। বাদীর স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে মামলার বাদী জেল হককে বিভিন্ন হুমকি ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে বাদীর স্ত্রী বেবি খাতুনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ বিষয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানাযায়।