ধুনটে পৃথক ঘটনায় দুই গৃহবধুর মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ইমরান হোসেন ইমন.



    বগুড়ার ধুনট উপজেলার পার নাটাবাড়ী গ্রামের স্বামীর বাড়ীতে আঙ্গুরী খাতুন (৪০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এঘটনায় গৃহবধুর ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় ইউডি মামলা দায়ের করেছেন।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ধুনট বার্তাকে জানান, নিহত গৃহবধুর শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিক তদন্তে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। একারনে ইউপি মামলা দায়েরের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে ঈদ মার্কেটের টাকা না দেওয়ায় বাবার ওপর অভিমান করে শাপলা আকতার (১৯) নামের এক নববধু বাবার বাড়ীতে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা মোহাম্মদপুর গ্রামে এঘটনা ঘটে।

    ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক ধুনট বার্তাকে জানান, প্রাথমিক তদন্তে নববধুর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ