ধুনটে পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন

বগুড়ার ধুনট পৌর এলাকায় নিত্য দিনের সৃষ্টি হওয়া বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামে বর্জ্য ফেলার নির্ধারিত স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র এজিএম বাদশাহ।

২০০১ সালে ৯টি ওয়ার্ড নিয়ে ধুনট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমান আয়তন ৫.৯২ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ১৯ হাজার। পৌর এলাকায় দৈনিক প্রায় দেড় টন ময়লা আবর্জনার সৃষ্টি হয়। কিন্তু এর আগে এই বিপুল পরিমান বর্জ্য পৌর সভার নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা ছিল না।

সম্প্রতি পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামে প্রায় ৭০ শতক জমি ক্রয় করেছে পৌরসভা কর্তৃপক্ষ। ময়লা আবর্জনা অপসারণ করে সেই জমিতে ফেলা হয়। এতে করে আবর্জনার কারণে শহরের পরিবেশ দূষণের অভিশাপ থেকে মুক্তিপাবে নাগরিকরা।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বাবুল আকতার, কাউন্সিলর ফরহাদ হোসেন, আপাল সেখ, রনজু মল্লিক, রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ