ধুনটে পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়ার ধুনট পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভরনশাহী গ্রামে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।

    ধুনট পৌর বিএনপির আহবায়ক হায়দার আলী মন্ডলের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, রফিকুল ইসলাম বিদ্যুৎ, ময়নুল হাসান মুকুল, এনামুল হক শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, পৌর বিএনপি নেতা শাহ আলম, নিয়ামুল আলম তালুকদার, উপজেলা কৃষক দলের আহবায়ক আফাজ উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক আবু তালহা শামীম খাঁন, যুগ্ম আহবায়ক আল আমিন, ধুনট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম রঞ্জু, যুগ্ম আহবায়ক আতিকুল করিম শিতল, ছাত্রদল নেতা আলম হাসান, রকিবুল হাসান ও মিশুক বাবু স¤্রাট।

    এসময় উপজেলা বিএনপির সদস্য এ্যাড. রেজানুর রহমান খাঁন, হাসান শহীদ বাদশা, শফিউল ইসলাম, পৌর বিএনপি নেতা সোলায়মান আলী, আব্দুল মোত্তালিব, আব্দুর রাজ্জাক, জামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাসেম আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ্য দলীয় নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ