Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ললিপপ খাওয়ানোর লোভ দেখিয়ে বগুড়ার ধুনট উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চিথুলিয়া পূর্বপাড়ার মুদি দোকান ব্যবসায়ী কোব্বাদ আলীর বসতঘরের ভেতর এ ঘটনা ঘটে। কোব্বাদ আলী উপজেলার চিথুলিয়া পূর্বপাড়ার জাবক্সের ছেলে।
ঘটনাস্থল থেকে কোব্বাদ আলীকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছে গ্রামবাসি।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ১০বছর বয়সি শিশুটি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া পূর্বপাড়ার এক ভ্যানচালকের মেয়ে। গোসাইবাড়ি-ভান্ডারবাড়ি সড়কের পাশে কোব্বাদ আলীর নিজ বাড়িতে
মুদিখানার দোকান রয়েছে। বুধবার সকাল ১০টার দিকে শিশুটি তার মায়ের সাথে কোব্বাদ আলীর দোকানে চাল কেনার জন্য যায়। শিশুটির মা চাল কিনে নিয়ে বাড়িতে চলে আসে।
এসময় মেয়েটি দোকানের সামনে দাড়িয়ে ছিল। সেখানে অন্য কোন লোকজন না থাকার সুযোগে শিশুটিকে ললিপপ খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানের পাশে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করতে থাকে কোব্বাদ আলী। এসময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে কোব্বাদ আলীকে আটক করে। পরে সংবাদ পেয়ে থানায় পুলিশ কোব্বাদ আলীকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন, ধর্ষণের অভিযোগে জনতার হাতে আটক মুদিখানার ব্যবসায়ীকে থানায় আনা হয়েছে। এ ঘটনাটি বিস্তারিত জানার পর আইনী ব্যবস্থা নেওয়া হবে।