ধুনটে প্রতিবেশীর মারপিটে পিতা ও দু’পুত্র আহত

আশরাফুল আলম.


বগুড়ার ধুনট উপজেলায় প্রতিবেশীর মারপিটে পিতা ও দু’পুত্র আহত হয়েছে। বুধবার রাত ৮টায় উপজেলার পেঁচিবাড়ী গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত জতিন লট্টরের ছেলে শ্রী গোবিন্দ লট্টর (৪৫) ও তার ছেলে অশোক (১৭) ও সন্তোষ (১৪) আহত হয়েছে। এদের মধ্যে আহত গোবিন্দ লট্টর ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত গোবিন্দ লট্টর বলেন, আমার ছেলে অশোক বুধবার রাত ৮টায় প্রতিবেশির বাড়ীর আঙ্গিনার উপর দিয়ে যাচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি বলরামের ছেলে শুরেন ও তার লোকজন অশোককে মারধর করে। তার চিৎকারে আমি ও আমার ছোট ছেলে সন্তোষ এগিয়ে গেলে আমাদেরকেও মারধর করা হয়। এছাড়া মাছ বিক্রির টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ