বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের গোয়াল ঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। আগুনের হাত থেকে গোয়াল ঘরে থাকা গরুকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন মোলাম উদ্দিন শেখ (৪৫) নামের এক কৃষক। বুধবার দিবাগত রাত ১২টায় উপজেলার গজিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪মাস আগে প্রতিবেশী কুড়ান শেখের ছেলে আশরাফুল ইসলামের কাছ থেকে পৌনে ৭শতক জমি ক্রয় করেন কৃষক মোলাম উদ্দিন। সেই জমিতে প্রায় দেড়মাস আগে থেকে বসবাস শুরু করেন মোলাম উদ্দিন। এদিকে ছেলের কাছ থেকে ওই জমি ক্রয় করায় মোলাম উদ্দিনের উপর ক্ষিপ্ত ছিল কুড়ান শেখ। এগিকে বুধবার দিবাগত রাত ১২টায় মোলাম উদ্দিনের গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয় দূর্বত্তরা। পাঠকাঠির তৈরী বেরা ও গোয়াল ঘরে গরুর গোবর দিয়ে তৈরী জ্বালানী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষের দেওয়া আগুনে একটি গরু মারা যায় এবং আরো দুটি গরু দগ্ধ হয়। আগুন থেকে গরু রক্ষা করতে গিয়ে দগ্ধহোন কৃষক মোলাম উদ্দিন। আহত মোলাম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন পর্বত আলী শেখের ছেলে কুড়ান শেখকে (৬৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, গোয়াল ঘরে অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দগ্ধ কৃষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আসামী কুড়ান শেখকে থানায় আটক রাখা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকের অভিযোগ পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।