ধুনটে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

বগুড়ার ধুনট উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। ধুনট ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরে ঈদ উল ফিতর উপলক্ষ্যে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ২হাজার ২২২টি পরিবারকে এবং চৌকিবাড়ি ইউনিয়নে ২ হাজার ৫০০জনকে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম মাসুদ রানা। এসময় ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান রুবন, ইউপি সদস্য বাবুল চক্রবর্তী, রইচ উদ্দিন হারুনর রশিদ, প্রফুল্ল চন্দ্র সরকার, পপি খাতুন, শাহেদ আলী, নূরনবী আকন্দ, নাছিমা খাতুন ও আব্দুল হাকিম প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ