ধুনটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির মামলায় বৃদ্ধ কৃষক কারাগারে

বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে দায়ের করা মামলায় ফিজার সরকার (৪৮) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফিজার সরকার উপজেলার পারধুনট গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শ্লীলতাহানির শিকার ওই প্রবাসীর স্ত্রীর বাড়ির পাশে ফিজার সরকারের ফসলি জমি আছে। ওই জমিতে ফিজার সরকার এবছর ভুট্রার চাষ করেছেন। শনিবার দুপুরের দিকে ওই প্রবাসীর স্ত্রী বাড়ির পাশে শ্যালো মেশিনের পানিতে কাপড় পরিষ্কার করে বাড়িতে ফিরছিলেন।

এসময় ফিজার সরকার তাঁকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। প্রবাসীর স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ফিজার সরকার কৌশলে পালিয়ে যান। সামাজিকভাবে বিচার চান ওই নারী। পরে বিচার না পেয়ে সোমবার দুপুরের দিকে ফিজার সরকারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা করেন তিনি। থানা পুলিশ অভিযান চালিয়ে ফিজার সরকারকে পারধুনট এলাকা থেকে আটক করে।

থানা হাজতে আটক ফিজার সরকার জানান, ওই নারীর ছাগল তাঁর খেতের ভুট্রার গাছ খেয়েছে। সেই ছাগল তাড়িয়ে ওই নারীর বাড়িতে নিয়ে গেলে তাঁর সাথে কথা কাটাকাটি হয়েছে। সে কারণে ক্ষুব্ধ হয়ে ওই নারী তার বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করছে।

প্রবাসীর স্ত্রী জানান, তাঁর স্বামী ৫ বছর ধরে জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন। সে শ্বশুর-শাশুড়ি ও দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছেন। তাঁর কোন ছাগল নাই। নিজেকে বাঁচাতে ফিজার সরকার মিথ্যার আশ্রয় নিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ফিজার সরকারের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর লিখিত অভিযোগটি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। আটক ফিজার সরকারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ