ধুনটে প্রাইভেটকার ও বন্দুকসহ ৩ যুবক আটক

কারিমুল হাসান লিখন.

বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার, পাখি শিকারে ব্যবহৃত একটি বন্দুকসহ ৩জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে ধুনট-সোনাহাটা সড়কের নলডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার মাহাবুবুল আলমের ছেলে কার চালক আতিকুল হাসান মটু (৩৬), ধুনট সদরের কুঠিবাড়ী এলাকার হরফ আলীর ছেলে ছনি মন্ডল (৩২) ও বিলচাপড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম উৎসব (৪২)।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালায় র‌্যাব- ১২ এর একটি দল। অভিযানকালে উপজেলার নলডাঙ্গা এলাকায় একটি পুরানো কার গতিরোধ করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। ওই গাড়ীতে পাখি শিকারে ব্যবহৃত একটি বন্দুক উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এছাড়া জিজ্ঞাসাবাদে গভীর রাতে গাড়ী নিয়ে ঘোরার যৌক্তিক কোন কারন দর্শাতে না পারায় সন্দেহজনক হিসেবে কারসহ ৩জনকে আটক করে র‌্যাব। পরে তাদের থানায় সোপর্দ করেছে র‌্যাব। বুধবার দুপুরে আটককৃতদের থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ