ধুনটে প্রাবাসীর সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন

আবু সুফিয়ান.


বগুড়ার ধুনটে প্রবাসীর সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ধুনট বার্তা কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের সেজাব উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ফরজ আলী শেখ জীবিত থাকা অবস্থায় মথুরাপুর মৌজার সাবেক ৫১ হাল ৪২ নং দাগে তার ১ম পুত্র মোঃ ইজ্জত আলীকে ১৬/১১/১৯৭৭ইং তারিখে ৮৮১২ নং দলিল মুলে ১০ শতক জমি রেজিষ্টার করে দেয়। তারপর ১৭/১১/১৯৭৭ইং তারিখে তার ২য় পুত্র মোঃ জালাল উদ্দিনকে ১০ শতক জমি রেজিষ্টার করে দেয়। যাহা বিগত আর/এস রেকর্ড ইজ্জত আলী ১০ শতক ও জালাল উদ্দিন নামের ১০ শতক সর্বমোট ১০ শতক রেকর্ড হয়। তাহার খতিয়ান নং ৭৯৯। ইজ্জত আলী রেকর্ড ও দলিল মুলে আমার চার(৪) পুত্রদের নিকট বিক্রয় করে। আমি ও আমার ছেলেদের নিয়ে ৫ শতাংশ জমিতে বাড়ী নির্মান করে বসবাস করিতেছি। আর বাকি পাঁচ শতক জমি বাহিরে থাকে।

পক্ষান্তেরে জালাল উদ্দিন প্রকৃতভাবে ১০ শতক জমির মালিক হয়ে সে ২০ শতক জমি পাঁচ(৫) জন গ্রহিতার নিকট বিক্রয় করে। তারমধ্যে তিন জন ১০ শতক জমি ভোগ দখল করে আসিতেছে। জেল হোসেন ও আতিকুর নামে ২ জন গ্রহিতার জালাল উদ্দিনের সম্পতিতে কোন দখল না পেয়ে বর্তমানের আমাদের খরিদকৃত সম্পতিতে জবর দখল করে বহুতল ভবন নির্মাণ করিতেছে।

ইতিপূর্ব, ৪৮/১৩ ও ০৯/১৭ নং মোকার্দ্দমা বগুড়া সহকারী জর্জ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা মামলা চলমান আছে। তাছাড়া বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৩৪০পি/১৭ ১৪৪,১৪৫ ধারা মামলা অব্যহত আছে। উক্ত আদালতে বিগত ২৭/১২/১৭ইং তারিখে উক্ত সালিসি সম্পতিতে ভবন নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করিয়াছে। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে জেল হোসেন ও আতিকুর রহমান বহাল তবিয়তে নির্মান কাজ অব্যহত রাখিয়াছে। উক্ত নির্মান কাজ বন্ধ করার জন্য পুলিশ কর্মকর্তার সহযোগিতা কামনা করিতেছে। তাছাড়া আমার তিন পুত্র মালয়েশিয়া থাকায় তাদের সম্পতি রক্ষার্থে সর্বস্তরের জন সাধারণের দৃষ্ঠি আকর্ষন করি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ