
বগুড়ার ধুনট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি প্রয়াত ওসমান হোসেন ও জিয়াউর রহমান জিয়ার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে পশ্চিম ভরনশাহী এলাকায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি খোরশেদ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলিমুদ্দিন হারুন মন্ডল, রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, মিলু, খোরশেদ, শফি, মাহমুদুল হাসান সুমন, কৃষক দল নেতা আফাজ উদ্দিন, যুবদল নেতা আবু মুসা, ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুল হক রঞ্জু, শ্রমিক দল নেতা বেলাল হোসেন, খোরশেদ মন্ডল, আসাদুল ইসলাম, হাসেম, মজিদ, স্বপন, সুজন, মিরাজ, সুমন, কালু, আসাদুল, ছাত্রদল নেতা জিয়া, রাসেল, মিনু, আসাদুল প্রমুখ।


