
বগুড়ার ধুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রায়ত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মজনুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর ধুনট উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক। সভাপতিত্ব করেন উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান আলী।
এসময় বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল হান্নান, ব্যবসায়ী রফিকুল ইসলাম, শাসছুল হক, আপেল মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ শাহীন আলম।


